সাদ্দাম হোসেন,স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকার বেঙ্গল ফ্যাক্টরির সংলগ্নে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ব্যবসার পাশাপাশি কৌশলে অদৃশ্য গোপন শেল্টারে পতিতার বাণিজ্যের অভিযোগ উঠেছে।বিশ্বাসযোগ্য সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারী যৌনকর্মী বিল্ডিংয়ে রেখে গোপনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে চলছে।বিশ্বাসযোগ্য সূত্রে আরও জানা যায়, ড্রিমল্যান্ড গেস্ট হাউজে এধরনের অসামাজিক কার্যকলাপ স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে ঠিকানা গাজীপুর হলেও ব্যানারে আশুলিয়া সাভারের ঠিকানা লিখে ছোট বড় নেতা ও পুলিশকে ম্যানেজ করেই চলছে গেস্ট হাউজ ড্রিমল্যান্ডে অসামাজিক কার্যকালাপ।জিরানী বিকেএসপি ও বেঙ্গল ফ্যাক্টরির মাঝখানে ড্রিমল্যাড গেস্ট হাউজে এ ধরনের নারী দিয়ে দেহ ব্যবসায়ীরা রুম ভাড়া ও নারী যৌনকর্মীদের ভাড়ার মাধ্যমে দীর্ঘদিন যাবত গোপনে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ক্ষমতার দাপটে।এলাকাবাসী সূত্র আরো জানা যায়,স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও ব্যাবস্তা গ্রহণ না করায় পাহারা দিয়ে বাহিরে দালাল চক্রের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ এক ধরনের সিন্ডিকেট তৈরি করে নারীযৌনকর্মীদের দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।মুঠোফোনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে বহুবার অবহিত করা হয়েছে। কিন্তু অদৃশ্য দেন দরবারের কারণে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেলেই কৌশলে ভবনের গেট বন্ধ করে ধরাছোঁয়ার বাইরে থাকছে কতৃপক্ষ।
এ ধরনের চোর পুলিশ খেলা কত দিন চলমান থাকবে এমন প্রশ্ন এলাকাবাসীর সহ সচেতন মহলের । আলোচনা সমালোচনা পুরো এলাকা জুড়েছে অদৃশ্য কারণে চলছে প্রতিনিয়ত এসব অসামাজিক কার্যকলাপ এ ধরনের ঘটনায় সাংবাদিক মহল সুধী সমাজের সাধারণ লোকজনের প্রত্যাশা দেহ ব্যবসার স্থানগুলো স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা সহ প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
Leave a Reply