কলমে – মিনতি গোস্বামী
সাগ্নিক এশার জরুরি ফোন পেয়ে বাড়ি আসে। ” বলো, কেন জরুরী ফোন? ”
‘ নার্সারিতে যাবে, একশোটা মরশুমি ফুল ফোটা টব অর্ডার করবে। ছাদ সাজিয়ে দেবে।’
” কিন্তু কেন?
‘ মিসেস মুখার্জির বাড়িতে গেট টুগেদার ছিল।
উনি ছাদের ফুল দেখিয়ে নিজের প্রশংসা করলেন। এমন কর্মঠ মহিলা নাকি দেখা যায় না। কর্পোরেট চাকরি, কি দেমাক। সব চালাকি।
ক্রেডিট কুড়োনো মহিলা।’
” তুমি গান জানো, শুনিয়ে দেবে।’
” উনি গানও জানেন। ”
‘ এশা এসব পাগলামি।’
” নিজের স্ত্রীকে ছোট করবে সোসাইটিতে? ”
এশার জেদে পরদিন গাছ এলো।
ছাদের গাছ দেখে সবাই ধন্য করলো।
এশা মনে মনে ভাবলো, এশা মল্লিকের সঙ্গে পাঙ্গা।
মিসেস মুখার্জী, আজ রাতের ঘুম কেড়ে নিলাম। এই হল আমাদের সোসাইটি।
Leave a Reply