এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে উপজেলা সেচ্ছাসেবী পরিষদের অর্থায়নে অসহায় পরিবারের হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার( ৩ মে)বিকালে উপজেলা সেচ্ছাসেবী পরিষদের আয়োজনে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামের অসহায় মোর্শেদা বেগম এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মুর্শিদা বেগম এর হাতে নির্মাণাধীন ঘরের চাবি হস্তান্তর করেন,মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রধান উপদেষ্টা,শিল্পমন্ত্রী মহোদয়ের সু-যোগ্য উত্তরসূরী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,জনাব মঞ্জুরুল মজিদ মাহমূদ সা’দী।
এ সময় নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি শেখ রাসেল,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সাহাদাৎ হোসেন বাবুল,খিদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মাহবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের পরিচালক ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক,আল-মুমিন হোসেন সজিব,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আই.পি টিভি,র সম্পাদক,মোঃশফিকুল ইসলাম,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,মোঃসেলিম রেজা,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃএমরুল ইসলাম সহ উপজেলা সেচ্ছাসেবী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply