এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে এমপি’র শ্বাশুড়ীসহ একই পরিবারের তিন সদস্যর মনোনয়ন পত্র উত্তোলন । আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়ন উত্তোলন করেছেন তারা।জানা যায়, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের তিন বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্’র শ্বশুড়ী ফাতেমা বেগম, শ্যালক বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও পুত্র হুসাইন শরিফ সঞ্চয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গত ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মনোয়ন পত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহণ করার সময় সীমা ছিলো বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। আগামী রোববার প্রার্থীতা যাচাই বাচাই দিন ধার্য রয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়।এ দিকে এমপি পরিবারের তিন প্রার্থীর সাথে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন মাঠে শেষ পর্যন্ত হাড্ডা-হাড্ডি লড়াই হবে বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার মধ্যে। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ বার উপজেলা নির্বাচনে ৩ লক্ষ ৩০ হাজার ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply