নিজস্ব প্রতিনিধিঃ
কাজিপুর সরকারি মুনসুর আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ টি,এম এফাজ উদ্দিন (খোকা) এর ছেলে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও কাজিপুর উপজেলা বিএনপির বড় যুগ্ম আহ্বায়ক টি,এম তহজিবুল এনাম(তুষার তালুকদার)এর বড় ভাই টি,এম, আহসান কবির বিদুৎ ধানমন্ডি পপুলার হসপিটালে চিকিৎাধীন অবস্হায় গতকাল রাত ৯.৪৯ মি: ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।আগামীকাল ৩রা মে শুক্রবার বাদ জুম্মা রহমতগঞ্জ কবরস্থানের মসজিদে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তুষার তালুকদার সকলের কাছে তাঁর ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমীন।
Leave a Reply