আলফাজ মামুন নুরি,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ার লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই লবণ চাষি নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ দিদার (২৬) ও আরফাত হোছাইন (১২)।বৃহস্পতিবার (২ মে) ভোরে মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকা ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দিদার ওই এলাকার জমিরউদ্দীনের ছেলে ও এক সন্তানের বাবা। অন্যদিকে নিহত আরফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরিপাড়া এলাকার জামাল হোছাইনের ছেলে।মগনামা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের এমইউপি বদিউল আলম জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সে দ্রুত লবণ মাঠে গিয়ে পলিথিন তোলা কাজ করতে যায়। এ সময় বজ্রপাতে সে দগ্ধ হয়। তখনই ঘটনাস্থলে সে প্রাণ হারায়।রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে নিহত আরফাত তার বাবার সাথে তাদের লবণ মাঠে যায়। সে পলিথিন তুলতে গেলে সেখানে সে বজ্রপাতে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সকালে রাজাখালী ও মগনামা এলাকায় দুই লবন শ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়।পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে বজ্রপাতের ঘটনায় মাঠে কাজ করা অবস্থায় দুই লবণ চাষি নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply