মুজিবুর,কালীগঞ্জ প্রতিনিধি:
ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা চেয়ে দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা।আজ বৃহস্পতিবার বিকেলে ছাফি প্রধানের সভাপতিত্বে বড়নগর গ্রামে আলীর বাড়িতে এক উঠান বৈঠকের আয়েজন করা হয়। দুপুরে মুনসুরপুর ও নাগরী গ্রামের উঠান বৈঠক যোগদান করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুজাফর রিপন।উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্রমিক কলেজের সাবেক ছাত্র নেতা আবু জাফর রিপন সকলের কাছে তালা মার্কায় প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় পুরুষ মহিলা সহ প্রায় ৫ শতাধিক ভোটার সমর্থক উপস্থিত থেকে বক্তব্য শুনেন এবং তারা আশ্বস্ত করেন বলেন আগামী নির্বাচনে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে আবু জাফর রিপনকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে তুলবেন।আজম খানের সহযোগীতায় এলাকা থেকে বিনা খরচে প্রায় ৪ শতাধিক শ্রমিককে কাতারে চাকুরি দিয়ে পাঠানো হয়েছে। তিনি নির্বাচনে বিজয়ী হলে ভবিষ্যতে বাকি আরো ১ হাজার জনকে কাতারে পাঠাবেন বলে অস্বস্ত করেন। এ সময স্থানীয় সাংবাদিক গ্রাম প্রতিনিধি,শিক্ষক, ছাত্র, ইমাম, হিন্দু, মুসলিমসহ সকলে ধর্মের মানুষ উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু জাফর রিপনকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।
Leave a Reply