এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে মে দিবস পালিত হয়েছে। বুধবার (০১ই মে) সকাল ৮টায় দিবসটিকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবসের একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পদক্ষিন শেষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক। বিশেষ অতিথির বক্তব্য দেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ফেডারেশনের উপদেষ্টা আব্দুল করিম, ধুনট পৌর আওয়ামীলীগের আহবায়ক কামরুল হাসান, যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম বিদ্যুৎ। আরো বক্তব্য দেন, ধুনট উপজেলা গৃহ নির্মাণ ট্রেডের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ফার্ণিচার ট্রেডের সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারী মুঞ্জুরুল ইসলাম মন্ডল, তাঁত ট্রেডের সভাপতি লোকমান হোসেন, সেক্রেটারী আব্দুল হান্নান।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মহসিন আলম, গোসাইবাড়ী ইউনিয়ন সভাপতি রাসেল মিয়া, চিকাশী ইউনিয়ন সভাপতি আয়নাল হক, গোপালনগর ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামানসহ ফেডারেশনের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply