শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলা পরিষদ টাউন হলরুমে মে দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশ নিলে অতিরিক্ত গরমে অসুস্থ্য হয়ে পড়েন মোটর শ্রমিক সদস্য সাইদুল ইসলাম (৫৫)। এসময় তাকে পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদে নিয়ে শরীরে ও মাথায় পানি দিয়ে হিট নিবারণের চেষ্টা করা হলে হিটস্ট্রোকে মৃত্য বরণ করেন মাঠেরহাট আঞ্চলিক শাখার মোটর শ্রমিক সদস্য সাইদুল ইসলাম।
নিহত সাইদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলের পাড়া গ্রামের মোজ্জাম্মেল হোসেন মোজার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ। এছাড়াও শোক ও সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।#
Leave a Reply