কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের দুই কিলোমিটার দূরে কাজিবাড়ি সংলগ্ন প্রচন্ড তাপদাহের কারণে ৪০ ফিট রেল লাইন বেঁকে যায়।স্টেশন মাস্টার মানিক মিয়া জানান আমাকে ১২ টা ৩৫ মিনিটে ফোন দিয়ে বলেন গাড়ি আটকে দিন লাইন বেকে গেছে। তিনি কন্ট্রলে ফোন করে অবহিত করলে পিডব্লিআই এর কথায় লাইন বন্ধ করলে ট্রেন স্টেশনে থেমে যায়।ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস খল্পের জন্য রক্ষা পেল ট্রেনটি সহ যাত্রীদের জীবন ।ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপর ১২ টার দিকে কালীগঞ্জ আড়িখোলার প্রায় দুই কিলোমিটার দূরে কাজীবাড়ি সংলগ্ন এলাকান রেললাইনে।ওয়েম্যানদের সর্তকতায় অল্পের জন্য বেঁচে গেল কালনী এক্সপ্রেস ট্রেনটিসহ যাত্রীরা।কর্তব্যরত ওয়েম্যান রাজু লাল সাহা জানান, প্রতিদিনের ন্যায় আমরা রেললাইনে কাজ করতে ছিলাম। আনুমানিক ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে আড়িখোলা স্টেশনে পৌঁছায়।
এ সময় কাজী বাড়ি সংলগ্ন রেল লাইনটি প্রচন্ড তাপদাহে প্রায় ৪০ ফুটের মত লাইনটি সাপের মত আঁকাবাকা হয়ে যায়। তাৎক্ষণিক উধর্তন কতৃপক্ষকে অবগত করলে দ্রুত ট্রেনটি গ্রীন সিগন্যাল তুলে ইমার্জেন্সি সংকেত দিয়ে ট্রেনটি থামায, ফলে প্রাণে বেঁচে যায় যাত্রীরা। ২ ঘন্টা ট্রেনটি থামানো অবস্থায় রেল লাইনে ডোবা থেকে পানি ছিটিয়ে ঠান্ডা করে এবং লাইনের কাজ সম্পন্ন করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে ট্রেন চলাচলে সক্ষম হয়।
Leave a Reply