কালিগঞ্জ প্রতিনিধঃ
আজ মঙ্গলবার দুপুর উপজেলা শহীদ ময়জুদ্দিন অডিটরিয়ামে এ সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অভিহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ডা সানজিদা সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জামান এমপি।
এসময় ইমাম রাজী টুলু জানান, মাননীয় প্রধানমন্ত্রী সব মানুষের জন্য একটি সাবর্জনিন পেনশন স্কিম চালু করেছেন।আমাদের দেশের ৪ ধরনের মানুষ এ প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রথমত প্রবাসী, অনেকে বলে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পায়। এখন সবাইকে এ আওতায় আনা হয়েেছে।
Leave a Reply