আনিছুর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরে সরিষাবাড়ীতে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৩০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল আব্দুর রশিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সর্বজনীন পেনশন সম্পর্কে নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে আলোচনা তুলে ধরা হয়।
Leave a Reply