কলমে–তীর্থঙ্কর সুমিত
গোধূলি বিকেল উঠে আসে আমার দরজায়
কড়া নেড়ে বলে রাখালের পালা শেষ
অস্পষ্টের শিলালিপি আমার বার্ধক্য জুড়ে
মনোনিবিশের বিন্দু এখন বৃত্ত হয়েছে
ক্রমশ এগিয়ে যাচ্ছি
পথের সাথে পথ মিশে
রাস্তা হওয়ার শপথ নিয়েছে
কোনো পৌরসভার বোর্ডে
আর আমি কত আলো…
নিস্তব্ধ ভেঙে চুরমার হওয়ার শব্দ শুনছি।।
Leave a Reply