এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৭ এপ্রিল) সকালঃ-১০ ঘটিকায় মনোহরদী উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খানের অনুপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,জনাব মোঃ মারুফ দস্তেগীর।উক্ত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় শিল্পমন্ত্রী,জনাব এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা,মোহাম্মদ জিয়াউদ্দিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া,মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম,মোঃআজিজুর রহমান সরকার, মনোহরদী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক,মোঃতৌহিদুল আলমসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা,মনোহরদী থানার প্রতিনিধি, উপজেলার মৎস্য চাষী,প্রিন্ট এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা শেষে উক্ত প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
Leave a Reply