শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পলাশবাড়ী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন সন্ধি একাডেমীর সদস্য শেখ রিয়াদ (২১) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।জানা যায়, প্রচন্ড গরমের কারণে ২৬ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে পলাশবাড়ী পৌর শহরের নুরপুর গ্রামের ব্রীজে যায়। সেখানে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে রিয়াদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় রিয়াদসহ বৈরী হরিণমারী গ্রামের সুজন মন্ডলের ছেলে লাম মন্ডল (২০) ও জামালপুর গ্রামের বুলবুলের ছেলে ফুয়াদ (১৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত শেখ রিয়াদ পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে ৬ জন নামীয় ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেছেন।এ বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#
Leave a Reply