ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় নাচোল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নাচোল উপজেলা নির্বাচন অফিসের আয়েজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ও রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্রনাথ উরাও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পৃুলিশ সুপার আবুল কালাম সাজিদ, জেলা নির্বাচন ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার রেজাউল করিম ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।
সহকারী নির্বাচন অফিসার রাকিব হাসান জানান,আগামী ৮মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫৭টি ভোটকেন্দ্রের ৩৬২টি বুথে ৬৩জন প্রিজাইডিং, ৩৬২জন সহকারী পিজাইডিং, ৭২৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এজন্য ২৬ ও ২৭ এপ্রিল নাচোল মহিলা ডিগ্রি কলেজে তাঁদের প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে।
Leave a Reply