নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি দুই প্রার্থীর অভিযোগের ভিত্তিতে আরেক প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীকে শোকজ করা হয়েছে।রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পত্রে আগামী ৩ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস হতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়।ওই পত্রে উল্লেখ করা হয়েছে, আনারস প্রতিকের প্রার্থী খলিলুর রহমান সিরাজী তার কর্মী সমর্থকদের দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে অপর দুই প্রতিদ্বন্ধি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া প্রতিক) নির্বাচনী প্রচারনায় বাধা প্রদান ও তাদের কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছেন। যার ভিডিও ফুটেজসহ নির্বাচন অফিসে অভিযোগ করা হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত বিষয়ে কাজিপুর থানায় সাধারন ডাইরীও করেছেন তারা। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩, ১৮ ও ৩১ এর পরিপন্থি।
এ অবস্থায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৩দিনের মধ্যে তাকে লিখিত ভাবে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
Leave a Reply