দেলোয়ার,সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন মেলা ও স্পটরেজিস্ট্রেশন কার্যক্রম প্রদর্শনী।দেশের সকল পর্যায়ের নাগরিকদেরকে সর্বজনীন পেনশন (স্কিম) আওতা আনতে ও এর সুফল সবার মাঝে পৌঁছাতে দিতে সরকার দেশব্যাপী আয়োজন করছেন এই মেলার। এই মেলা ৮ বিভাগে ও ৬৪ জেলায় করা হবে।তারই অংশ হিসেবে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌরিন করিম- উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান -পিরোজপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ ও পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
Leave a Reply