কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন রিপন তালুকদার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বিশাল মিছিলের আয়োজন করেন, শত শত মানুষের অংশগ্রহণে মিছিল টি উপজেলার শুভগাছা ইউনিয়ন ও সিমান্তবাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা খলিলুর রহমান আনারস প্রতীকের পক্ষে শ্লোগানে ভোট প্রার্থনা করেন।গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় প্রদর্শিত মিছিলে নেতৃত্ব দানকারী আবদুল্লাহ আল মামুন রিপন তালুকদার বলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী একজন যোগ্য প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন, যমুনা নদীর ভাঙ্গন প্রবন এলাকা হিসেবে পরিচিত কাজিপুর উপজেলা, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর পরবর্তীতে কাজিপুর উন্নয়নে সাবেক মন্ত্রী ও জননেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের অবদান মানুষ প্রজন্মের পর প্রজন্ম স্বরণে রাখবে, এ ধারাবাহিকতায় তাঁর সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় (এমপি) কাজিপুর উন্নয়নের দায়িত্ব নিয়েছেন, এমপি মহোদয়ের যোগ্য উন্নয়ন সহকারী হিসেবে খলিলুর রহমানের বিকল্প নেই, তাই উন্নয়নের স্বার্থে আগামী ৮ মে সকলেই আনারস প্রতীকে ভোট দিন।উল্লেখ্য,ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হতে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মী সূত্রে জানা যায়, জনপ্রিয় নেতা খলিলুর রহমান সিরাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচাইতে সুবিধাজনক অবস্থানে থেকে প্রচারণা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী নেতাকর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা এগিয়ে রেখেছেন। বেশ আগে থেকেই তিনি উপজেলার চর ও বিল অঞ্চলে ব্যপক গণসংযোগ চালিয়ে আসছেন।
খলিলুর রহমান কৈশোরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অনন্য আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পরেন। পরবর্তীতে ছাত্র নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং কাজিপুর সরকারি শহীদ এম মনসুর আলী কলেজ ছাত্র সংসদের ভিপি পদে (খলিল-পরিষদ) দলীয় সমর্থন পান। স্বাধীনতার স্বপক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি কাজিপুরে অগ্রণী ভূমিকা রাখেন। পরবর্তীতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০১৩ সালে প্রথম মেয়াদে এবং ২০২২ সাল থেকে দ্বিতীয়বার কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সহচর্য লাভ করেন।
Leave a Reply