কলমে–তীর্থঙ্কর সুমিত
অন্ধকার নেমে এলে
আমি আকাশের দিকে তাকাই
নীরবতা জুড়ে অসমাপ্ত সময়
আমায় ঢেকে দেয় ইচ্ছার নৈপুণতায়
পরিত্যক্ত মুহূর্ত
বৃষ্টির ঘোলা জলে জীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে
রঙ চটা বিভিন্ন অক্ষর
নক্ষত্র মালা হয়ে অমাবস্যার গায়ে
আমাকে মেঘের গল্প শোনায়।
Leave a Reply