নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় নুসরাত জাহান সামিহা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদালয় হতে ১ম স্খান পেয়ে জাতীয় পর্যাযের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে।সে সকলের দোয়া প্রার্থী।শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাষ্টার জানান,আমার বিদ্যালয়টি প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে আসছে।
এ ধারা যেন অব্যাহত রাখতে পারি সবাই সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি।সেই সঙ্গে নুসরাত জাহান সামিহার জন্য সকলে দোয়া করবেন।এই পাওনা শুধু নুসরাত জাহান সামিহার নয় শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সকল সদস্য,বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ ও ছাএ/ছাএীর।
Leave a Reply