আল আমীন,নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিনটি মামলায় জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮১ বোতল মদ ও ১২ পিস নেশা জাতীয় ইনজেকশন ২৪ এপ্রিল বুধবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আনা মাদক কারবারিদের কাছ থেকে জব্দ করা দুটি মামলার ম্যাক ডুয়েল, রয়েল স্ট্যাগ, রয়েল গ্রীন ব্র্যান্ডের ১০২ বোতল মদ ও ১২ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক একটি মামলার এসি ডিলাক্স ৭৯ বোতল জব্দকৃত মদসহ তিনটি মামলার ১৮১ বোতল মদ বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য ধ্বংস করা হয়।
এ সময় কোট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, হাসিবুল হাসানসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply