সুমিত ঘোষ,কলকাতাঃ
গত ২০ মে এপ্রিল ২০২৪ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেনের উপস্থিতিতে কলকাতার ঐতিহ্যপূর্ণ ভবন নবিবধান ব্রাহ্ম সমাজ সভাগৃহে অনুষ্ঠিত হলো সাহিত্য মেলা পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশের ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের এক বর্ণাঢ্য সাহিত্য সভা।প্রতি বছরের ন্যায় এইবারেও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও পত্রিকার প্রধান উপঙ্গেষ্টা শ্রী শ্যামল কুমার সেন, তৎসহ উপস্থিত ছিলেন নববিধান ব্রাহ্ম সমাজের সম্পাদক শ্রী তপোব্রত ব্রহ্মচারী এবং লিটিল ম্যাগাজিন সম্পাদক সমিতির সম্পাদক শ্রী বিশ্বনাথ সাউ এর মতো বিশিষ্ট ব্যাক্তিত্ব।পত্রিকার সম্পাদক শ্রী শংখ ভট্টাচার্যের প্রার্ণ ছাোঁয়া সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সর্বাঙ্গীণ সাহিত্য বাসর। উপস্থিত সকল কবিবৃন্দকে সাহিত্য মেলা পত্রিকার পক্ষ থেকে ” সাহিত্য রত্ন “ সম্মান প্রদান করা হয় এবং “ ভারত সাহিত তীর্থ সম্মান স্মারক “ প্রদান করা হয সুজাতা উইমেন সাহিত্য এডুকেশান হেলথ্ ওয়েফেয়ার হুগলীর পক্ষ থেকে। উদ্বোধনী সংগীত পরিবেশনের পরেই কবিতা পাঠের আসরে ঝড় তোলেন উপস্থিত কবিবৃন্দ। আধুনিক কবিতা র বর্তমানের দিকপাল কবি তীর্থঙ্কর সুমিত ,পিঙ্কি ঘোষের গভীর মননশীল কবিতার দর্শন মন ছুঁয়ে গিয়েছিল উপস্থিত সকলের।প্রত্যেক কবি তাঁদের কবিতা দিয়ে সমৃদ্ধ করেছিলেন কাব্যিক সন্ধ্যাকে।সুপর্ণা ভট্টাচার্যের নীপুন নৃত্যশৈলী মন ছুঁয়ে গিয়েছিল সকলের।শ্রীমতি ক্ষমা ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন আরেক অন্যমাত্রা সংযুক্ত করেছিল সাহিত বাসরকে।সব মিলিয়ে বৈশাখী সাহিত্য সন্ধ্যা উজ্জ্বল হয়ে রইলো সাহিত্য মেলা পত্রিকার এই অনুষ্ঠানটিকে ঘিরে।সর্বোপরি পত্রিকার সম্পাদক শ্রী শংখ ভট্টাচার্য প্রশংসার দাবি রাখেন এই অনিন্দ্য সুন্দর সাহিত্য সভা আয়োজন করার জন্য।
Leave a Reply