এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী উপজেলায় মোট- ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার(২১ এপ্রিল)মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এবারই প্রথম প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করতে হয়েছে। সরাসরি কোন মনোনয়ন ফরম গ্রহণ করা হয় নাই।জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে, আর ভোটগ্রহণ হবে ২১ মে মঙ্গলবার।এ দিকে শেষ দিনে মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান জানান, এবারই এই প্রথম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। কোন হাতে হাতে মনোনয়নপত্র গ্রহণ করা হয় নাই। আগামী ২১ মে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।
উল্লেখ্য, ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মনোহরদী উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৪৬ জন ও মহিলা ১ লাখ ২২ হাজার ৯৮২ জন এবং হিজড়া ২ জন। মোট ভোট কেন্দ্র ১০০। আগামী ২১ মে ব্যালট পেপারের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply