এমরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধিঃ
বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম আবহাওয়া বিরাজ করছে দেশজুড়ে। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত। গত শুক্রবার ইতোমধ্যে আবহাওয়া অফিস থেকে তিন দিনের হিট এলার্ট জারি করেছে।এমতাবস্থায় দেশজুড়ে বহমান তাপদাহের কারনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড(মাউশি)গত শনিবার(২০ এপ্রিল) থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ ঘোষণা করে কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন কেজি স্কুলগুলো গত দুই দিন যাবৎ পাঠদান কার্যক্রম চালু রাখে।
এ নিয়ে সচেতন নাগরিক ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নজরে আসে।পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের তদারকিতে নড়ে-চড়ে বসে উপজেলা প্রশাসন। সে অনুযায়ী উপজেলা প্রশাসনের কড়া নজরদারীতে সোমবার(২২ এপ্রিল)উপজেলার বিভিন্ন কেজি স্কুলগুলো একে একে বন্ধ ঘোষণা করতে শুরু করেছে।
Leave a Reply