মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান,থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভুয়শী প্রশংসা করেন।
Leave a Reply