বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুইজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ওই দুই চেয়ারম্যান প্রার্থীরা হলেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, ও বিএনপি সমর্থীত মিজানুর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে আওয়ামী লীগ সমর্থীত ৩ জন ও বিএনপি সমর্থীত ৩ জনও জাসদ সমর্থীতএক জনসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেন।
Leave a Reply