কলমে-পিঙ্কি ঘোষ
আকাশের গল্প শুনতে শুনতে কখন যেন সূর্য রেগে উঠলো
অজানা এক হিংস্রতায় ঝলসে দিতে চাইলো নরম মনটাকে,
সবকিছু ছাড়াতে ছাড়তে আজ ঈষাণ কোণে এসে দাঁড়িয়েছি
ছবির মতো ভেসে উঠেছে নাপাওয়ার পটভূমির চালচিত্র,
হৃদপিন্ডের স্বরলিপিতে শুধুই মেঘমল্লার রাগের অণুরণন,
সব হারানোর ক্যানভাসে আমার ব্যার্থতার সমীকরণ হাসে।
মরসুমী ফুলের ঐতিহ্যে চাপা পরে গেছে বুনোফুলের প্রেম,
সকাল হলেই সম্পর্ক গুলো পরিযায়ী পাখির মতো রঙবদল
Leave a Reply