কলমে–মানিক চক্রবর্তী।
মেঘের ভাঁজে ভাঁজে
কি দারুণ কারুকাজে
আঁকা ঐ নীলের ছবি,
ভাবি আমি চেয়ে চেয়ে
শুধু অবাক বিস্ময়ে
কখন যে হয়ে যাই কবি।
উদাস দৃষ্টি আঁখি
সবুজে মাখামাখি
ছুটে যাই গাঁয়ের বুকে,
একা বসে আনমনে
পাখিদের কলতানে
সময় যে কেটে যায় সুখে।
নিরব দুপুর বেলা
বাতাস করে খেলা
বেজে উঠে পাতার বাঁশি,
চঞ্চল আকুল প্রাণে
প্রকৃতির মায়ার টানে
হতে চাই আমি বনবাসী।
Leave a Reply