কলমে–অসীম বিশ্বাস
সবুজ ঘন মহারণ্য মাঝে
প্রতিধ্বনি হয়েছিল শীৎকার তোমার
আমার শিরা উপশিরায় ধাবিত হয়েছিল
আগ্নেয়গিরির তরল লাভা
হাসিমারা’র ঝরা পাতায়
পুরুষের রমনের শব্দে
আমার হৃৎস্পন্দন স্তব্ধ হতে চেয়েছিল
আমি ধীর পায়ে নিজের জীবনকে মুষ্ঠিগত করে
নিজেকে সঁপেছিলাম ধৈর্যের অতলান্তিক গভীরে
ঠিক তখনই-
তৃতীয় নয়নের উজ্জ্বল নীল আলোয়
উদ্ভাসিত হয়েছিল তোমার চরম নগ্নতা
শরীরে বহু পুরুষের সম্ভোগের স্পষ্ট দাগ বয়ে
উত্তরের হাওয়ায় সুবোধ বালকের মুখে তুলে দিয়েছিলে
আদিম রসে ভেজা বাম স্তনবৃন্ত …!
Leave a Reply