মিলন বৈদ্য শুভ,রাউজান প্রতিনিধিঃ
গান,কবিতা,কৌতুক,অনুভূতি প্রকাশ সহ আনন্দ আয়োজন ও অনিন্দ্য সুন্দর বৈকালিক আড্ডায় চট্টগ্রামের শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ সভাপতি মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, যুগ্ম সম্পাদক শেখর ঘোষ আপন, সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রোকনুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক- রেজাউল আলম, কার্যকরী সদস্য মোঃ কামাল উদ্দীন, মোঃ নুরউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেশ কিছু কালজয়ী গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম। কৌতুক পরিবেশন করেন কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।বক্তারা বলেন, শৈশবের ঈদ আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয়না। তবুও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈদের ভিন্ন ভিন্ন অনুভূতি সকল বয়সী মানুষের কাছে আনন্দের হিল্লোল ছড়িয়ে দেয়।
Leave a Reply