কলমে– শিবেন গুহ
সোনার বাংলা রে
তোরে কে ভাগ করলো বল?
আমার প্রাণের বাংলা রে
কেন এ ভাগ মেনে নিলে বল?
তুই দোষাস আমার ওপর আমি দোষাই তোরে
এই সুযোগে ভাগের দোসর তথ্য গোপন করে
দ্বি-জাতির কৌশলে বাংলা হইল রে দুর্বল
বাংলা ভাগের ষড়যন্ত্রে ওরা যে সফল
পাখির ডানায় নেই তো মানা স্বাধীন সারা দেশটায়
হই না একবার দেশদ্রোহী মাতৃভূমির চেষ্টায়
গর্জে উঠি বজ্র স্বরে
হবো যে সফল
ডাক দিয়েছে মাতৃভূমি ওপারে তে চল ও মাঝি রে ও মাঝি রে
মানবো না আর ভাগাভাগি মাঝি তুই ওপারে তে চল
ডাক দিয়েছে মাতৃভূমি ওপারে তে চল
Leave a Reply