কলমে– সর্বানী দাস
মিষ্টি খাব না আমি
দুঃখ প্রচুর তাই,
হালখাতায় যাও তোমরা
আনন্দে সকলে ভাই।
কেউ আমায় দেখিও না তো
মিষ্টি খাওয়ার লোভ,
সুগারের সাথে বেড়েছে আমার
মনে দুঃখ ক্ষোভ।
মিষ্টি কথা বলব বলেই
মিষ্টি খাই আমি,
মিষ্টি প্রসাদ স্বপ্নেও দেন
স্বয়ং অন্তর্যামী।
তবু দেখো সুগার আমার
চড়চড়িয়ে বাড়ে,
সব দোষ গিয়ে পড়ল
চায়ের চিনির ঘাড়ে।
গরমকাল ঠান্ডা পানীয়
গলা ভেজাতে ইচ্ছে করে,
দোকানের দিকে তাকিয়ে থাকি
যেমন মাছি মিষ্টির পরে।
কদিন ধরে শরীরটা তাই
ভীষণ খারাপ আমার।,
ব্যথা বেদনায় জর্জরিত
ওষুধই আমার খাবার।
মাথা ঝিমঝিম টাল মাটাল
গা জড়ানো ভাবে,
ঠিক বুঝেছি ব্যাটা সুগার
আমায় কষ্টে ভোগাবে।
পয়লা বৈশাখ হালখাতা
দোকানগুলো জমজমাট,
ক্যালেন্ডার কোলড্রিংস মিষ্টি
সাথে আইসক্রিমের হাট।
Leave a Reply