মিলন বৈদ্য শুভ,রাউজান প্রতিনিধিঃ
দক্ষিণ রাউজান পূর্ব গুজরা মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ে দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ ওবাইদুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালব জেলা অঞ্চল ডিরেক্টর আশিষ কুমার দাশ অনুষ্ঠানের শুভ উদ্বোধক বি সি সি ইউ এল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাসন রক্ষিত ভিক্ষু। সভাপতিত্ব করেন দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সভাপতি শেখ মুজিবুর রহমান।অনুষ্টান সঞ্চালনায় ছিলেন দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ভাইস চেয়ারম্যান জনাব বিনন্দ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ব্যবস্হাক ছাজেন অং বৈশালী বুড্ডিস্ট ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত বড়ুয়া দি সনাতন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল দে। দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সেক্রেটারী প্রদীপ কুমার বড়ুয়া। দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ট্রেজারার জনাব আবুল কদর, দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ডিরেক্টর শাহজাহান, দি রাউজান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মোহাম্মদ হারুন।
ক্রেডিট কমিটি আশীষ দে, মোহাম্মদ জসিম উদ্দিন ,মোহাম্মদ সেলিম।অডিট কমিটি মৌলভী মোঃ জামাল,রাহানু আক্তার,মিসেস ঝুলন বড়ুয়া, অফিস সহায়তা শাওন বড়ুয়া, চন্দনা বড়ুয়া, চম্পা বড়ুয়া উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী রাকেশ সরকার, বিনতি বড়ুয়া,মায়াশ্রী দে,দীপা দে।
সকল সদস্যের মাঝে লটারি মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply