শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী এলাকার চাঞ্চল্যকর রাহেদুল ইসলাম বাবু হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া তিন আসামীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত থেকে ১৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল রাহেদুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০ টায় তার মৃত্যু হয়।
এ দিকে হত্যাকান্ড সংঘটিত হওয়ার খবর থানায় পৌছিলে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন (পিপিএম) এর নির্দেশে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে। ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলার প্রত্যান্ত অঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ হত্যাকান্ডে জড়িত ও সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া তিন জনকে গ্রেফতার করেছে।#
Leave a Reply