নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ অফিসার পরিচয় দিয়ে। অসহায় মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে মোবাইল বিকাশের মাধ্যমে টাকা কালেকশন।(01720483202) নাম্বারে ৫ হাজার টাকা মোবাইল নগদ এর মাধ্যমে নিয়ে।পরবর্তীতে ২০ হাজার টাকা দাবী করেন।টাকা না দিলে গ্রেফতার করবেন মর্মে দিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি।উক্ত ঘটনায় ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন. বাদী হয়ে ১৪/০৪/২০২৪ কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন জানান,কালিয়াকৈর থানার ওসি পরিচয় দিয়ে আমার নামে মামলা হয়েছে মর্মে ২০ হাজার টাকা পাঠাতে বলেন।টাকা না দিলে আমাকে গ্রেফতার এর কথা বলেন। (01720483202)নাম্বার টা দিয়ে অতিদ্রুত বিশ হাজার টাকা বিকাশ বা নগদে পাঠাতে বলেন।এবং 01746996391 নম্বর থেকে বলেন টাকা না দিলে কালিয়াকৈর থানায় তুলে নিয়ে রিমান্ডে দিবে ও জোরালো মামলা দিয়ে আমাকে চালান করে দিবে।আমি এখন আমার জীবন নিয়ে সংখ্যায় আছি, আমি বাহিরে থাকি,বাসায় আমার বৃদ্ধ মা আমার স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রী থাকে।আমার পুরা বাড়িতে পুরুষ শূন্য,প্রতারকেরা যে কোনো মুহুর্তে আমার পরিবারের উপরে মার্ডার গুম খুন সহ বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।আমি প্রশাসনের নিকট আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ করা সহ প্রশাসনের দ্বারাস্থ হয়েছি।
উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি এ.এফ.এম নাসিম বলেন।অভিযোগকারীকে যে নাম্বর থেকে কল দেওয়া হয়েছে সেটি কালিয়াকৈর থানা বা আমার ব্যাক্তিগত মোবাইল নাম্বার নয়।তাছাড়া আমিই বা কেন তাকে টাকা পাঠাতে বলব।যে নাম্বার দিয়ে ফোন করছে বা টাকা লেনদেন করছে।আমরা সে নাম্বার এর বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো। এবং নম্বর ২টি কে বা কারা ব্যবহার করছে সেটি তদন্ত করে দেখবো।ঘটনার সত্যতা পেলে প্রতারক আখ্যায়িত করে আমরা তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply