মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
যথাযথ মর্যাদায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (বিএমটিটিআই) কর্তৃক ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিএমটিটিআই কর্তৃক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে বিএমটিটিআই এর হলরুমে বিএমটিটিআই এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমটিটিআই এর সহযোগী অধ্যাপক (সমাজ কল্যাম) মো: আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) ড. মোঃ নুরুল্লাহ্, সহকারী অধ্যাপক (উদ্ভিদ বিজ্ঞান) অমল কান্তি বড়ুয়া, সহকারী অধ্যাপক (গনিত) মুহাম্মদ আলী ইসলাম, সহকারী অধ্যাপক (বাংলা) মোহাম্মদ শরিফ হোসেন, প্রভাষক (আরবী) মোঃ আবু ছালেহ, প্রভাষক (শিক্ষা) সূচনা আক্তার, প্রভাষক (ইংরেজি) মো: গোলাম কুদ্দুস, লাইব্রেরিয়ান কাম ডকুমেন্টেশন মো হুমায়ুন কবির প্রমুখ।এ সময় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিনটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন।পরে বিএমটিটিআই এর সহকারী অধ্যাপক (আরবী) ড. মোঃ নুরুল্লাহ’র পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply