আল আমীন,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোকছেদুর রহমান লেবু,র প্রতিনিয়ত চলছে জনসংযোগ। প্রতিদিন ছুটছেন ভোটারের দুয়ারে দুয়ারে, জনসমর্থনে বিজয় সু-নিশ্চিত।বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর তেলের মিল এলাকায় আয়োজিত পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোকছেদুর রহমান লেবু বলেন, আপনারা ভালোবেসে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, তাই আমি নিজেকে কখনো আপনাদের উর্ধ্বে মনে করিনি। আমিও একজন কৃষকের সন্তান তাই আপনারা সকলেই নিজেদের মধ্যে ভেদাভেদ না করে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধতায় সমর্থন করবেন।এ সময় তিনি বলেন, আমার কাছে যে যখন গেছেন, আমি কাউকে কখনো জিজ্ঞেস করিনি কে কোন দল করেন। কখনো দল দিয়ে কারো বিচার করিনি। আমার কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরেনি সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছি, যেভাবে পারি সাহায্য করেছি। তাই ভেদাভেদ না করে আপনারা আবারও ঐক্যবদ্ধ সমর্থন দিয়ে বিজয়ী করবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের হক কখনো নষ্ট হতে দেয়নি আর কখনো দিবোও না আপনাদের কাছে বুঝিয়ে দেব। আমি এই নালিতাবাড়ী উপজেলা পরিষদকে একটি স্মার্ট পরিষদ হিসেবে গড়ে তুলব।
রাজনগরের আয়োজিত পথসভায় সরকারী আদর্শ কলেজের অধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোকছেদুর রহমান লেবু, যুব সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল হান্নান তুলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ, ইউপি মহিলা মেম্বার জরিনা বেগম প্রমূখ। অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply