কলমে-তীর্থঙ্কর সুমিত
এইভাবেই দিন কেটে যায়
এখন নতুন কথাটা বেশ পুরোনো লাগে
সময়ের সঙ্গে সঙ্গে ক্যানভাসের তুলিতে
আজ ভিন্নতার খেলা
অপরাজেয় অপরাহ্ন বদলে গিয়ে ব্যর্থতা হয়েছে
মুখোশের যত রঙ পাল্টাতে পাল্টাতে…
এখন একটা বিকেলের খুব প্রয়োজন
অন্ধকারের অপেক্ষায় নিজেকে চিনবো বলে।
Leave a Reply