শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের (২য় পর্যায়) ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল দুপুরে উপজেলা চত্ত্বরে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী ইউছুফ আলীসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা হলরুমে সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#
Leave a Reply