শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৮ এপ্রিল হতে ২২ এপ্রিল পর্যন্ত প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” এর লক্ষ ও উদ্দেশ্য: প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।প্রদর্শন যোগ্য বিভিন্ন স্টলে অংশ নিতে পারবেন উন্নত জাতের গাভী, উন্নত জাতের বাছুর, উন্নত জাতের ষাঁড়, সৌখিন ঘোড়া, উন্নত জাতের ছাগল, ভেড়া, উন্নত জাতের হাঁস মুরগী, বিভিন্ন প্রাণি প্রযুক্তি, বিভিন্ন উৎপাদিত দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি), ঔষধ কোম্পানি ও প্রাণিখাদ্য প্রদর্শনী অংশ নিতে পারবেন। এ প্রদর্শনে অংশ নিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে খামারিদের যোগাযোগের করার জন্য বলা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশীদ।
উল্লেখ্য, দেশব্যপী “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ০২০২৪ (১৮-২২ এপ্রিল ২০২৪ খ্রিঃ) এর উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প কর্তৃক ইতোপূর্বে প্রদেয় নির্দেশনা মোতাবেক সকল জেলা ও উপজেলা দপ্তরসমূহ প্রদর্শনীর আয়োজনসহ বিটিভি কর্তৃক সরাসরি সম্প্রচারিত উদ্বোধন অনুষ্ঠান বড় স্কিনে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা। ১৯ এপ্রিল বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন, ২০ এপ্রিল বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন, ২১ এপ্রিল কৃষক প্রশিক্ষণ/স্কুল ফিডিং কর্মসূচী/মতবিনিময় সভা (বাজেট সংস্থান সাপেক্ষে) এবং ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#
Leave a Reply