এমরুল ইসলাম,মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে মাদক সচেতনতা ও পূর্নবাসন কেন্দ্র(প্রস্তাবিত) স্থাপন উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল ২০২৪ ) তারিখ বিকালে মনোহরদীতে অবস্থিত মাবরুর এভিয়েশন (ট্রাভেলস) এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত আলোচনা ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,মাদক সচেতনতা ও পূর্নবাসন কেন্দ্র (প্রস্তাবিত) এর প্রধান উদ্যোক্তা জনাব রাসেল খান,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব আবুল কাশেম ভূঁইয়া,জনাব, এ.আই. আরিফ, মনোহরদীর মরহুম ডা: আঃ রশিদ ট্রাস্ট এর জনাব মোঃ হাবিব মোল্লা,
মাওঃমুফতি আরিফ মাহমুদ হাবিবী, মাওঃশফিকুল ইসলাম,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলার দূত পত্রিকার সাংবাদিক জনাব সেলিম রেজা,উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরেরবাণী পত্রিকার সাংবাদিক,মাওঃমোঃএমরুল ইসলাম,মাওঃআঃকাইয়ুম,জনাব সাদ্দাম,সাবিকুন্নাহার, তৃষা,তৌকিদুল সহ প্রায় ৪০ জন প্রাথমিক সদস্য। এ সময় বক্তারা মাদকের অপকারিতা তুলে ধরে তা বন্ধে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন এবং সদস্যদের পরিচিতি ও সংগঠন ও রিহাব সেন্টারের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
Leave a Reply