শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া সড়কের ফাঁসিতলার বটগাছ এলাকা থেকে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালকের নাম দুলা মিয়া (৫০)। নিহত ব্যক্তি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (নামাপাড়া) গ্রামের আব্দুল লতিফ নবানুর ছেলে। এ ঘটনায় ১৫ এপ্রিল সোমবার সকালে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফুলপুকুরিয়া সড়কের ফাঁসিতলার বটগাছ এলাকা থেকে ওই চালকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাপমারা ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব বলেন, দুলা মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে হঠাৎ কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে। এ সময় অটোরিকশাটি রাস্তার নিচে পড়ে ছিল। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে দুলা মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সোমবার সকালে মামলা দায়ের হয়েছে। এই হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।#
Leave a Reply