এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ ধুনটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মুলতানিয়ান পরিবারের উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ১৪-ই এপ্রিল রবিবার দুপুরে মুলতানী স্কুল মাঠে ঈদ পরবর্তী পুনর্মিলন ও পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষ্যে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯৫ সাল থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সিনিয়র জুনিয়র ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের অংশ গ্রহণে এক মহামিলন মেলায় পরিনত হয় মুলতানী স্কুল প্রাঙ্গণ। এসময় মুলতানী স্কুল প্রতিষ্ঠাকালীন সদস্য সহ এলাকার শিক্ষা অনুরাগী শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply