কলমে–তীর্থঙ্কর সুমিত
গাছের নিচে সকাল থেকে দুপুর
বিড়বিড় করতে করতে কত মানুষ
পথ হেঁটে চলেছে
তপ্ত রোদ মাথা ছুঁয়ে
শরীর ছুঁয়ে
একাকি দাঁড়িয়ে
বিষণ্ণতা ঢেকেছে কত মানুষের মুখে
দীনতার ছাপ পথের ধুলোয়
ফিরে আসার গল্প শোনায় বাবা
হেঁটে যাই শূন্যের দিকে
রোদকে স্পর্শ করবো বলে।
Leave a Reply