এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বাবাকে পিটিয়ে হত্যা মামলার এক মাত্র আসামি ছেলে হৃদয় হাসান ওরফে খোকনকে প্রায় আড়াই মাস পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৮ই এপ্রিল) রাতে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হৃদয় হাসান ওরফে খোকন ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।জানা যায়, প্রায় ১ যুগ আগে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হৃদয় হাসান ওরফে খোকন বিদেশে যায়। সেখানে গিয়ে এক চীনা নারীর সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার ফলে খোকন ওই চীনা নারীর সাথে এক্সপোর্টের ব্যবসা শুরু করে। কিছুদিন পর চীনা ওই নারী খোকনের ব্যবসার সব টাকা নিয়ে পালিয়ে যায়। তখন বিদেশের মাটিতে ব্যবসার মূলধন হারিয়ে খোকন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি খোকনের পরিবার জানার পর বাবা আব্দুল মান্নান জমিজমা বিক্রি করে ১ বছর আগে ছেলেকে দেশে ফিরিয়ে আনে। এ দিকে ছেলে বিদেশ থেকে ফেরার পর আব্দুল মান্নানের সংসারে অভাব অনটন আরোও বেড়ে যায়। দেশে এসে খোকন টাকার শোকে মাদকাসক্ত হয়ে বেপরোয়া ভাবে পাগলের মত চলাফেরা শুরু করে। মাদক সেবনের জন্য খোকন তার বাবা আব্দুল মান্নানের কাছে প্রতিদিন টাকা চাইতো। এসব বিষয়াদি নিয়ে খোকনের সাথে তার বাবা আব্দুল মান্নানের প্রায় ঝগড়া বিবাদ হতো। একপর্যায়ে এ বছরের ২২ জানুয়ারী সন্ধ্যায় খোকন পুনরায় বাবার কাছে মাদক সেবনের টাকা চাইলে তার বাবা আব্দুল মান্নান টাকা দিতে রাজি না হওয়ায় খোকন লাঠি দিয়ে তার বাবার মাথায় স্ব জোরে আঘাত করে। পরে প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে আসলে খোকন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তার বাবাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করে।
এঘটনায় আব্দুল মান্নানের ছোট ছেলে বৈশাখ হাসান বাদি হয়ে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আড়াই মাস পর পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাতে খোকনকে গ্রেপ্তার করে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, বাবাকে পিটিয়ে হত্যার মামলার এক মাত্র আসামি খোকনকে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর মঙ্গলবার বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply