কলমে–ঝিনুক দে দত্ত
তোমার বুকে আমি খুঁজে পাই
আমার কিশোরী বেলা,
শৈশবের গ্রামটিও ঠিক তেমনটি আর নেই
যেমন সবুজ আমি পেতে চাই।
তোমার বুকে আমি গন্ধ পাই
আমার ভালোবাসার,
কোনও সুগন্ধীতেই ঠিক তেমনটি আর নেই
যেমন সুবাস আমি পেতে চাই।
তোমার বুকে আমি আলো পাই
আমার আগামীর ,
কোনও পথনির্দেশেই ঠিক তেমনটি আর নেই
যেমন ভরসা আমি পেতে চাই।
তোমার বুকে আমি সেই পাহাড়টা পাই
যেখানে আমার উছল ধারা,
কোথাও এমন অচল তেমনটি আর নেই
যার অনুরণনে ঝর্ণা হয়ে যাই।
Leave a Reply