নজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠির চেয়ারম্যান নজরুল ইসলামের অসৎ আচরণ ও দূর্নীতি দিন দিন আকাশ চুম্বি ইউনিয়ন চেয়ারম্যান অফিসে নাগরিকদের যেকোনো নাগরিক সুবিধার জন্য আশলেই তাদের সাথে করে অসৎ আচরণ,অর্থের গন্ধ ছাড়া কাউকে সময় দেয়া তার পক্ষে সম্ভব নয়। এলাকায় একটি সাংবাদিক অনুসন্ধানি টিম চেয়ারম্যান নজরুলের বিষয়ে তথ্য সংরক্ষণে মাঠে নামলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ দিয়ে থাকে। সে এলাকায় শালিশ বিচারের নাম করে দু পক্ষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে,এবং অন্যের ওয়ারিশিয়ান সম্পত্তি গ্রাস করার জন্য সাথে গুন্ডা বাহিনী সহ এলাকায় এক কিশোর গ্যাং এর গডফাদার রুপ ধারন করেছে তার হুকুমে এলাকায় একটি ভয়াবহ ত্রাস সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ নাগরিকরা সাংবাদিক দের জানায় খুব শীগ্রই তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি সহ আরো কর্মসূচি নেবে কারন তাদের ধৈর্যের বাঁধ ভেঙেগেছে।
Leave a Reply