কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
কাজিপুরে অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারে পবিত্র ঈদ উল ফিতরের খুশী জড়িয়ে রাখতে ৫ টাকায় ঈদের বাজার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কাজিপুর। মঙ্গলবার ৯ এপ্রিল সকাল থেকে এ বাজার চলবে চাঁন রাত ৮ টা পর্যন্ত। উপজেলার চালিতাডাঙ্গা বাজারে স্থাপিত বাজারে লুঙ্গি, শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি এবং মিষ্টি মুখের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ ( পোলাউ চা, সুজি, সেমাই, লাচ্চা সেমাই, চিনি এবং গুঁড়োদুধ) প্রতিটি পণ্য অথবা একটি প্যাকেজ মিলছে ৫ টাকায়। আয়োজক ও ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন জানান, অতীতের মতো এবারও ভয়েস অব কাজিপুর নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে পেরেছে, শৃঙ্খলা বজায় রাখতে এবার পণ্যের ৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, যেকেউ টাকা ছাড়াও পণ্য সংগ্রহ করতে পারবেন, অথবা একজন একাধিক পণ্য সংগ্রহ করতে পারবেন, আগামীতে আরো বড় পরিসরে নাম মাত্র মূল্যে ঈদের বাজার করার পরিকল্পনা রয়েছে। সার্বিক তত্ত্বাবধানে করছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর এবং আশার আলো ফাউন্ডেশন।
Leave a Reply