উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ঈদুল ফিতর উপলক্ষে আইজিপি কর্তৃক প্রদত্ত ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল জেলার মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মুন্নাফ ছতাকি এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানা; মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার প্রথম স্ত্রীর সন্তান এসএম তানভীরুল ইসলাম একটি করে শুভেচ্ছা বার্তা ও একটি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন এবং মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার দ্বিতীয় স্ত্রী মোছাঃ রেনু একটি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন। রবিবার (৭ এপ্রিল) পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মৃত পুলিশ সদস্যদের পরিবারবর্গের সকলের মঙ্গল কামনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply